ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাবিতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

ঢাকা: ‘আওয়ার ইয়ার, আওয়ার ভয়েস’ স্লোগানকে সামনে রেখে ‘আর্ন্তজাতিক যুব দিবস - ২০১১’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র‌্যালি ও চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ।

বৃহষ্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুপলেশন সায়েন্সেস বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।



অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘একটি দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হল দেশের যুবসমাজ। তাই বাংলাদেশের যুবসমাজকে শিক্ষা-দীক্ষায় সমৃদ্ধ হয়ে দেশ গড়ার কাজে নেমে পড়তে হবে। ’
 
তিনি আরও বলেন, ‘দক্ষ যুব শক্তি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের যুব শক্তিকে সম্পদে পরিণত করতে হবে। তা না হলে যুব শক্তি সম্পদের পরিবর্তে দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। ’

দেশের সীমিত প্রাকৃতিক সম্পদকে জনগণের কল্যাণে সুষ্ঠুভাবে ব্যবহারের জন্য আহ্বান জানান তিনি।

র‌্যালিটি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে আরো অংশ গ্রহন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. হারুন অর রশিদ, ইউএনএফপিএ এর বাংলাদেশ প্রতিনিধি ড. নুর মোহাম্মদ, পুপলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান মো. মেহেদী হাসান খান, অধ্যাপক ড. এ কে এম নুর উন নবী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad