ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নরসিংদী শহরের আবাসিক হোটেলে গার্মেন্ট কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০

নরসিংদী: নরসিংদী শহরের তানিন আবাসিক হোটেল থেকে আসাদুজ্জামান(৪০) নামের এক গার্মেন্ট কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর গ্রামে।

শনিবার সকালে ওই হোটেল থেকে নরসিংদী সদর মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। নিহত আসাদুজ্জামানের পরিবারের ধারণা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, আসাদুজ্জামান জেলার রূপগঞ্জের একটি গামেন্ট কারখানায় কর্মকর্তা হিসেবে কাজ করতেন। ব্যবসায়ীক কাজে তিনি শুক্রবার তানিন আবাসিক হোটেলে ওঠেন। শনিবার সকালে হোটেল বয়রা তার কে যাওয়ার জন্য দরজা খুলতে বলে। অনেকক্ষণ পরেও দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ দরজা ভেঙ্গে আসাদুজ্জামানকে ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে তার লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।


বাংলাদেশ সময়: ১৮১০ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০     



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।