ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে আদিবাসী পল্লীতে ডাকাতদের ছরিকাঘাতে নিহত ১, আহত ২

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০

বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলায় আদিবাসী পল্লীতে ডাকাত দলের ছুরিকাঘাতে একজন নিহত ও দুই আদিবাসী আহত হয়েছেন।

শুক্রবার রাতে বান্দরবান জেলার লামা-থানচি উপজেলা সীমান্তের রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম মিশুপাড়ায় ওই ঘটনা ঘটে।



নিহতের নাম কাঠুরিয়া নুরুল কবির (৩৫)। আহত দুই আদিবাসীর নাম দুইলু ম্রো (২৮) ও তদাই ম্রো (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত নয়টার দিকে মিশুপাড়ায় ৫-৬ জনের একটি ডাকাতদল ডাকাতির উদ্দ্যেশ্যে ম্রো আদিবাসীদের বাড়িতে হানা দেয়। এ সময় স্থানীয় বেশ কয়েকজন কাঠুরিয়া ওই এলাকায় ছিলেন। আদিবাসীদের চিৎকারে তারা এগিয়ে এলে ডাকাতরা এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

শনিবার রাতে মূমর্ষ অবস্থায় আহত তদাই ম্রোকে উন্নত চিকিৎসার জন্য থানচি সদরে নেওয়া হয়েছে। রোববার সকালে তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসাইন বলেন, ‘থানচি উপজেলার কাছে হলেও ঘটনাস্থল লামা উপজেলার দুর্গম এলাকায় হওয়ায় কারনে এখনো লাশ উদ্ধার করা যায়নি, পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে থানচি উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো বলেন, ‘ডাকাতের আক্রমনে নিহতের লাশ উদ্ধার করতে রোববার সন্ধ্যা লেগে যেতে পারে। ’

বাঙলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad