ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতীয় শোকদিবসে রাজধানীতে বিশেষ নিরাপত্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী (জাতীয় শোকদিবস) উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক এ তথ্য জানান।



তিনি জানান, স্পর্শকাতর স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি কোজ সার্কিট (সিসি) ক্যামেরা, মেটাল ডিটেক্টর ও ভিডিও ক্যামেরা বসানো হবে।

ডিএমপি কমিশনার আরও জানান, বিশেষত ধানমণ্ডি ও বনানী কবরস্থান এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওই দুই এলাকায় একশ’ ৬৮ জন মহিলা-পুলিশসহ মোট ১ হাজার ছয় শ’ ৯০ জন পুলিশ সদস্য নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত থাকবেন। এছাড়া সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মোবাইল স্ট্রাইকিং ফোর্স থাকবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।