ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বকেয়া বেতনের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১

চট্টগ্রাম: চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে এমআরজান নামে একটি গার্মেন্টের শ্রমিকরা।

গত মে মাসে থেকে মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধে গড়িমসি করায় বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বুধবার বিকেল সাড়ে চারটার দিকে রাস্তায় নেমে আসে।



এ সময় শ্রমিকরা রাস্তা অবরোধ করার চেষ্টা করলেও পুলিশ বুঝিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

শ্রমিকরা বাংলানিউজকে জানায়, মালিকের কাছ থেকে তারা মোট ১৬ লাখ টাকা পায়। গত মে মাস থেকে মালিকপক্ষ তাদের পুরো বেতন পরিশোধ না করে আংশিক বেতন দিয়ে আসছিল।

বুধবার বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও বেতন পরিশোধ করা হয়নি। এছাড়া এ ব্যাপারে তাদের কিছু জানায়নি মালিকপক্ষ। ফলে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছে।

ঘটনাস্থলে অবস্থানরত সিএমপির পাঁচলাইশ জোনের সহকারি পুলিশ কমিশনার বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংকট নিরসনে শ্রমিকদের সাথে বৈঠকে বসেছে মালিকপক্ষ।  

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad