ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মতিঝিলে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১

ঢাকা: রাজধানীর মতিঝিল থানাধীন শাপলা চত্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার দুইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসকের পরামর্শ নিয়ে স্বামী-স্ত্রী একসঙ্গে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।



নিহতের নাম শরমিন আক্তার (৩০)। তার স্বামীর নাম শামসুল আলম। তারা ৭২, উত্তর যাত্রাবাড়ীর বাসিন্দা।

নিহতের স্বামী শামসুল আলম জানান, বুধবার সকাল ১১টার দিকে স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে যান। এরপর দুপুর দুইটার দিকে রিকশা করে শাপলা চত্বরে যান। সেখানে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে শারমিন আহত হন।

তিনি আরও জানান, কোন গাড়ি ধাক্কা দিয়েছে তা আমি খেয়াল করিনি। রাস্তা পার হয়ে পেছনে ফিরে দেখি শারমিন রাস্তার ওপর পড়ে আছে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের এক কন্যা সন্তান আছে। কন্যার নাম সুমাইয়া নওশিন। সে বাংলাদেশ আইডিয়াল স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।

এ বিষয়ে মতিঝিল থানায একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।