ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দীঘিনালায় দুটি তক্ষকসহ আটক ১

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার সদরে বুধবার ২টি তক্ষকসহ নুরুন্নবী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের ভাঙা বিল্ডিং এলাকা থেকে তাকে দুটি তক্ষকসহ তাকে  আটক করা হয়।



আটক নুরুন্নবী মাটিরাঙ্গা উপজেলার কাজীপাড়ার বাসিন্দা।

আটক নুরুন্নবী জানিয়েছে, দীঘিনালার কবাখালী এলাকার জনৈক হানিফের মধ্যস্থতায় ২০ হাজার টাকার বিনিময়ে তিনি তক্ষক দুটি কিনেছিলেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র উপজেলার বিভিন্ন এলাকা থেকে বৃহদাকার গাছ এবং মানুষের বাসাবাড়িতে আশ্রিত সরীসৃপ জাতীয় এ প্রাণীটিকে ধরে বিক্রি শুরু করছে।

সংশ্লিষ্টরা জানায়, একেকটি ৩০০ গ্রাম ওজনের তক্ষকের মূল্য কমপক্ষে ৩ লাখ টাকা ধরে বিক্রি হচ্ছে।

খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম বাংলানিউজকে জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী আটক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।