ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

যানবাহনে জিপিএস সিস্টেম সংযোজন বাধ্যতামূলক: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, আগস্ট ১০, ২০১১
যানবাহনে জিপিএস সিস্টেম সংযোজন বাধ্যতামূলক: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: ট্রাক, কাভার্ড ভ্যান, লরি, পিক-আপ, প্রাইভেট কারে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ব্যবহার বাধ্যামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

তবে যাত্রীবাহী বাসে জিপিএস সংযোজনের আওতার বাইরে থাকবে।

যানবাহন ডাকাতি বা লুট ও চালককে অপহরণ ঠেকাতে এই আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।    

এদিকে, ঈদের তিনদিন আগে সারাদেশের মহাসড়কে কাভার্ড ভ্যান, বড় ট্রাক, লং ভেহিক্যাল (লরি) চলাচল বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদের আগে যানচলাচল ও নিরাপত্তা বিষয়ক এক বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়।

বৈঠকে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন উপস্থিত ছিলেন।

বিস্তারিত আসছে...

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।