ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটে উৎপাদন শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০

দিনাজপুর: দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট সাতদিন বন্ধ থাকার পর শনিবার ভোরে আবারো চালু করা হয়েছে।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী রমেন হাওলাদার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, যান্ত্রিক ত্র“টির কারণে ৬ আগস্ট মধ্যরাত থেকে বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে ১ নং ইউনিট বন্ধ হয়ে যায়।

গত সাতদিন ইউনিটটির যন্ত্রাংশ মেরামত করা হয়।

তিনি আরো জানান, ২ নং ইউনিট থেকে গড়ে ৯৫ থেকে ১শ’ মেগাওয়াট এবং ১ নং ইউনিটে ৭০ থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দুই ইউনিট থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

দুটি ইউনিট এক সঙ্গে চালু থাকলে প্রায় ২ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।