ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ৪ ডাকাত গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০

গাজীপুর: গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি চার ডাকাতকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো কাপাসিয়া উপজেলার উত্তর খামের গ্রামের জায়েদুল ওরফে জাহিদুল (২৭), আড়ালিয়া গ্রামের নূর মোহাম্মদ (২২), কোট বাজালিয়া গ্রামের আবুল হোসেন ওরফে আবু (৩৫) ও বাকুদিয়া গ্রামের আসাদুল ওরফে আসাদ (২২)।



জাহিদুল ও নূর মোহাম্মদের নামে তিনটি করে ডাকাতি মামলা রয়েছে পুলিশ সূত্র জানায়।

কাপাসিয়া থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, ২৯ জুলাই কোট বাজালিয়া এলাকার কবির হোসেনের বাড়িতে সংঘটিত ডাকাতি মামলার  আসামি স্থানীয় আবুকে মালামালসহ শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, ৩০ জুলাই বাকুয়াদি এলাকার মুজিবুর রহমানের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি আসাদকে একই রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

ওসি আরও জানান, ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদুলকে শুক্রবার রাতে কাপাসিয়া সেতুর ওপর থেকে এবং বিকেলে অপর ডাকাতি মামলার পলাতক আসামি নূর মোহাম্মদকে সিলেটের শ্রীমঙ্গলের মাধবপাশা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত চার ডাকাতকে গাজীপুরের আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।