ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিরপুর বাংলা কলেজে ছাত্র সংঘর্ষ, ফটক ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০

ঢাকা: রাজধানীর মিরপুর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজে শনিবার দুপুরে দুই দল ছাত্রের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষকালে কলেজের প্রধান ফটকের কাঁচ ভাঙচুর করেছে ছাত্ররা।

এ সময় ৪/৫ জন ছাত্র আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে মিঠু ও রিপন নামে দুই ছাত্রকে আটক করে থানায় নিয়ে গেলেও অবিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

হিসাববিজ্ঞান বিভাগের এক ছাত্রকে মারধোরের জের ধরে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, হিসাববিজ্ঞান বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্র মিঠুকে রিপনের নেতৃত্বে কয়েকজন ছাত্র মারধোর করেন। এর জের ধরে মিঠুর নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল রিপন ও তার সঙ্গীদের ওপর হামলা চালান। ’

পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে জানান ওয়াজেদ আলী।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।