ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাবিতে শিবির নিয়ন্ত্রিত কক্ষ থেকে ককটেল উদ্ধার

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১১

রাবি (রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বক্স হলের শিবির নিয়ন্ত্রিত এক কক্ষ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই হলে দায়িত্বরত পুলিশ ককটেলটি উদ্ধার করে।

 

এদিকে ককটেল উদ্ধারের ঘটনায় হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও হল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে ওই হলের শিক্ষার্থীরা ১১৪ নং কক্ষে একটি ককটেল দেখতে পায়। পরে তারা বিষয়টি হলে দায়িত্বরত পুলিশ সদস্যদের অবহিত করেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবিস্ফোরিত অবস্থায় ককটেলটি উদ্ধার করেন।

তবে ককটেল সেখানে কে বা কারা রেখে গেছে তা জানা যায় নি। ওই কক্ষে শিবির কর্মীরা থাকতো বলে জানা গেছে।

ককটেল উদ্ধারের সত্যতা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘ককটেলটি সেখানে কে বা কারা রেখেছিল তা খতিয়ে দেখার জন্য হল প্রশাসনকে বলা হয়েছে। ’
 
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বাংলানিউজকে বলেন, ককটেল থানায় এনে পরীক্ষা করে নিস্ক্রিয় করা হবে।

হলের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।