ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট, আটক ৪

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১১

কুড়িগ্রাম: সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজারের ব্যবসায়ীরা মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধর্মঘট পালন করেছেন।

ধর্মঘট চলাকালে বাজার এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন ছিল।



মঙ্গলবার সকালে হামলার সঙ্গে জড়িত সন্দেহে আমজাদ ও বাবুসহ চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ১১টার দিকে চাঁদা না দেওয়ায় বাজারের ব্যবসায়ী আইয়ুব আলীর গদিঘর ও পাশে থাকা ৪টি মোটরসাইকেলসহ কয়েকটি দোকান ভাংচুর করে হাতকাটা গ্রুপ নামে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা।

এ সময় তারা লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে বলেও জানান ক্ষতিগ্রস্ত আইয়ুব আলী।

এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে সোমবার রাত ১২টা থেকে ২টা পর্যন্ত কুড়িগ্রাম-রংপুর সড়ক অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা।

পরে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধর্মঘট চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কাঁঠালবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম ব্যাপারী, ব্যবসায়ী আইয়ুব আলী, মাহবুব আলী হোসাইন প্রমূখ।

কুড়িগ্রাম সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল হক বাংলানিউজকে জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।