ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আইনজীবীদের জেলে পাঠালে আদালত প্রাঙ্গণ উত্তপ্ত হতে পারে: খন্দকার মাহবুব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১১

ঢাকা: আইনজীবীদের জেলে পাঠালে আদালত প্রাঙ্গণ উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট বার প্রেসিডেন্ট অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট বারের নিজ কক্ষে সাংবাদিকদের তিনি এ আশঙ্কার কথা বলেন।



তিনি বলেন, ‘আইনজীবীদের জেলে পাঠানো হতে পারে। তাদের জেলে পাঠালে আদালত প্রাঙ্গণ উত্তপ্ত হতে পারে। তখন সাধারণ আইনজীবীরা আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। ’

প্রধান বিচারপতির উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রধান বিচারপতি হিসেবে আপনি হাইকোর্টের অভিভাবক। আইনজীবীদের ডেকে সমঝোতার বিষয়টি আপনি দেখবেন। ’

খন্দকার মাহবুব বলেন, ‘সুপ্রিম কোর্টে গত ২ আগস্ট ঘটে যাওয়া পরিস্থিতি নিয়ে আমরা সমঝোতার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে আসছি। এরইমধ্যে প্রধান বিচারপতির সঙ্গে দেখাও করেছি। আদালত প্রাঙ্গণে যাতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি না হয়, এজন্য আজও দ্বিতীয়বার মতো দেখা করেছি। ’

তিনি বলেন, ‘প্রথমদিন প্রধান বিচারপতির নির্দেশে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীদের নিয়ে উদ্ভুত পরিস্থিতি সমঝোতার বিষয়টি সমাধানের জন্য যে উদ্যেগ নিয়েছিলাম তাতে আমরা ব্যর্থ হই। ’

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সেদিন প্রধান বিচারপতিকে আমরা বলি, আপনার নেতৃত্বে দু’পক্ষের দশজন আইনজীবীকে নিয়ে বিষয়টি সমাধান করুন। ওই সময় প্রধান বিচারপতি হ্যাঁ কিংবা না কিছুই বলেননি। তবে প্রস্তাবটি ভেবে দেখার কথা বলেন। ’

বার সভাপতি আরও বলেন, ‘সুপ্রিমকোর্টে মারাত্মক সাজাপ্রাপ্ত আসামিদের জামিন হয়। সুপ্রিম কোর্টের আইনজীবীদের জামিন হচ্ছে না। আইনজীবীদের জামিনের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুব এ আলম এর সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু তিনি আমাদের আহ্বানে সাড়া দেননি। ’

এর আগে খন্দকার মাহবুব হোসেন ও সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।