ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাবি কর্মচারীর বিরুদ্ধে ভর্তি প্রতারণার অভিযোগ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
রাবি কর্মচারীর বিরুদ্ধে ভর্তি প্রতারণার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি): জালিয়াতির মাধ্যমে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত কর্মচারী হলেন-বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অফিস সহায়ক আরিফুল ইসলাম।

বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আরিফুল ইসলামের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বুধবার বিকেল ৩টার দিকে তাকে বিভাগীয় অফিসে ডাকা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার মোবাইলে শিক্ষার্থী ভর্তি করিয়ে দেওয়ার বিষয়ে টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়।

‘এছাড়া এক ভর্তিচ্ছু শিক্ষার্থী তাকে ফোন করে ভর্তিতে
সহযোগিতার কথা বলেন। পরে শাহীন নামে ওই ভর্তিচ্ছুকেও আটক আটক করা হয়। ’

এক পর্যায়ে আটক আরিফ ও শাহীনকে
প্রক্টর অফিসে যাওয়া হয়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করেন প্রক্টোরিয়াল বডির সদস্য, র‌্যাব ও পুলিশ সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান সাংবাদিকদের বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী আরিফ ও ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেকে তাদের মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।