ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শরীরে আগুন ধরিয়ে রাজধানীতে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০

ঢাকা: পারিবারিক কলহের জেরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন আরও এক গৃহবধূ।

গৃহবধূ আফরিনা আক্তার (২৭)কে বাঁচাতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন তার স্বামী নূর মাহমুদ রনি (৩২)।

অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বংশাল থানার আবুল হাসনাত রোডে এ আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটে।

চিকিৎসকরা জানান, আগুনে আফরিনা আক্তারের দেহের ৯০ শতাংশ পুড়ে গেছে, তার অবস্থা সঙ্কটাপন্ন।

আহত রনি জানান, ‘শুক্রবার ইফতার আয়োজনের সময় আফরিনার সঙ্গে তার শাশুড়ির বাদানুবাদ হয়। এক পর্যায়ে সবাই ইফতারি খেতে বসলে আফরিনা নিজের ঘরে ঢুকে সারা শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ’

তিনি জানান, আগুনে জ্বলন্ত স্ত্রীর আর্তনাদ শুনে তাকে বাঁচাতে জড়িয়ে ধরেন। এতে তার শরীরও মারাত্মকভাবে পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা উভয়কে উদ্ধার করে রাত ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


বাংলাদেশের স্থানীয় সময়: ০২২০ ঘন্টা, আগস্ট ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।