ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীতে মন্দির ভাঙচুর ও দখলের প্রতিবাদে জগন্নাথ হলের ছাত্রদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০

ঢাকা: শ্রী শ্রী রাধাকান্ত জনার্দন জিউ মন্দিন ভাঙচুর ও দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্ররা।

শুক্রবার রাত ১১টায় বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাত সাড়ে ১২টায় শেষ হয়।

জগন্নাথ হলের কয়েকশ’ সাধারণ ছাত্র মিছিলে অংশ নেন। মিছিলকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভার্স্কয়ের সামনে এসে সমাবেশ করেন।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা অবিলম্বে শ্রী শ্রী রাধাকান্ত জিউ মন্দির ভাঙচুর ও দখলকারীদের গ্রেপ্তার, দেবোত্তর সম্পত্তি রক্ষায় আইন প্রণনয় এবং মন্দির পুনঃস্থাপন ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

একই দাবিতে ছাত্ররা শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে রাজধানীর সূত্রাপুর থানাধীন ২২২ নম্বর দক্ষিণ মৈশুণ্ডির ২২ কাঠা জমিসহ দোতলা ভবন ও তিনশ’ বছরের পুরোনো শ্রী শ্রী জিউ মন্দির দখল করে নেয় স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু চক্র।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।