ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সাভারে কলেজ শিক্ষক নিহত: প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির ডাক সহকর্মীদের

সাভার প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০

সাভার: সাভারে দাম্পত্য কলহের জের ধরে শ্বশুড়বাড়ির লোকজনের হাতে খুন হয়েছেন শাহ আলম শাহীন নামের এক কলেজ শিক্ষক।

নিহত শাহীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের কম্পিউটারবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।



শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার ব্যাংক কলোনিতে এ ঘটনা ঘটে। কলোনির ডি/১৪/৪ শিউলী ভিলায় স্ত্রীসহ ভাড়া থাকতেন শাহীন।

প্রত্যদর্শী একাধিক সূত্র জানায়, বিকেলে স্ত্রী জান্নাতুল আক্তার জুঁইয়ের সঙ্গে শাহীনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতির রূপ নিলে জুঁইয়ের চিৎকার শুনে এগিয়ে যান তার বাবা নজরুল ইসলাম নুরু ওরফে নুরু মুন্সি ও ছোট ভাই সোহাগ। তাদের মারধরে গুরুতর আহত শাহীনকে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাৎণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহীনের বাবা সিরাজুল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘জুঁই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রথমবর্ষের ছাত্রী। ’

এক বছরের বিবাহিত জীবনে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিলো উল্লেখ করে তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার জুঁই তার বাবা ও ভাইকে বাসায় ডেকে নেয়। ’

শুক্রবার ফের কলহ শুরু হলে শ্বশুর ও শ্যালক নির্মম নির্যাতন চালিয়ে তার ছেলেকে হত্যা করে বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার পর বাবা ও ভাইকে নিয়ে গা ঢাকা দিয়েছেন জুঁই। জুঁইয়ের বাড়ি সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে।

সাভার থানার ওসি মাহবুবুর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘খবর শুনে সাভার থানার উপপরিদর্শক হুমায়ুন কবিরকে ওই বাসায় পাঠানো হলে সেখানে কাউকে পাওয়া যায়নি। ’

তিনি জানান, ‘স্ত্রীর পরকীয়া প্রেম ও তার প্রতিবাদের পরিণতি এ হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ। ’

নিহতের মা বাদি হয়ে সাভার থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এদিকে, সহকর্মী হত্যার খবর কলেজ ক্যাম্পাসে পৌঁছুলে এর প্রতিবাদে শনিবার মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন কলেজের শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।