ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খালেদা জিয়াকে ১৫ আগস্ট জন্মদিন পালনে বিরত থাকার আহবান মেজর আখতারের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০
খালেদা জিয়াকে ১৫ আগস্ট জন্মদিন পালনে বিরত থাকার আহবান মেজর আখতারের

ঢাকা: জাতীয় শোক দিবসে জন্মদিন পালন না করতে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে আহবান জানিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান ।

শুক্রবার এক বিবৃতিতে দলের এই বহিস্কৃত নেতা পনের আগস্ট জন্মদিন পালনকে অসৌজন্যমুলক আখ্যায়িত করেন।



তিনি বলেন, দেশ ও দলের স্বার্থে এখন থেকে ১৫ আগস্টের তথাকথিত জন্মদিন পালন না করাই উচিত।

তিনি বলেন, জন্মদিন পালন করাকে কেন্দ্র করে কোনো অপ্রতিকর ঘটনা ঘটলে তার জন্য খালেদা জিয়াকেই দায়িত্ব বহন করতে হবে।

১৯৯১ সাল থেকে খালেদা জিয়া ১৫ আগস্ট তার জন্মদিন পালন করে আসছেন।

বাংলাদেশ সময় ২০০৯ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad