ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ, আহত-২০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০

দিনাজপুর: নিরবছিন্ন বিদ্যুতের দাবিতে দিনাজপুরে মহাসড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেটে ২০ জন আহত হয়েছে।

শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে রাখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের কয়েক হাজার মানুষ।



অবরোধের ফলে মহাসড়কের দু’দিকে শত শত যানবাহন আটকা পড়ে।

অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জসহ রাবার বুলেট নিপে করে। এ সময় ২০ জন আহত হলে অবরোধকারীদের তোপের মুখে অবরূদ্ধ হয়ে পড়ে পুলিশ। পরে শহর থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।
 
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান প্রধান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, অবরোধকারীদের লাঠিচার্জ করা হয়নি, তবে সড়কে যান চলাচলের জন্য তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

এদিকে জনতার ওপর লাঠিচার্জের খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের শত শত মানুষ বটতলীতে এসে সড়ক অবরোধ জোরদার করে।
 
অবরোধকারীরা জানান, ২৪ ঘন্টায় ৪ ঘন্টাও বিদ্যুৎ মিলছে না। তারা বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।