ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গার্মেন্ট শ্রমিকদের গ্রেফতার বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০

ঢাকা: তৈরী পোষাক শ্রমিকদের বিরুদ্ধে চলমান গ্রেফতার-নির্যাতন বন্ধ ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিসহ ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবি জানিয়েছেন তরুণ কবি, লেখক, সাংবাদিকসহ পেশাজীবী নেতৃবৃন্দ।

জাতীয় যাদুঘরের সামনে শুক্রবার বিকেলে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।



মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি হাছান তারেখ চৌধুরী সোহেল বলেন, সরকার তৈরী পোষাক শিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে সারা দেশ থেকে প্রায় চার হাজার শ্রমিককে গ্রেফতার করেছে।

সরকার যেখানে নিত্য প্রোয়জনীয় দ্রব্যের বাজার অস্থিতিশীলকারী সিন্ডিকেট-মজুতদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছে না, সেখানে ন্যায্য দাবি করায় পোষাক শ্রমিকদের গ্রেফতার-নির্যাতন করা হচ্ছে।

লেখিকা অদিতি ফাল্গুনী বলেন, বর্তমান সরকার দেশের বিজিএমইএ, এফবিসিসিআই এর মতো ব্যবসায়ী সংগঠন দ্বারা পরিচালিত হচ্ছে। তিনি বিরোধীদলের সমালোচনা করে বলেন, তারা তুচ্ছ ঘটনা নিয়ে সরকারবিরোধী আন্দোলনে ব্যস্ত অথচ তৈরী পোষাক শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি নজর দিচ্ছে না।

সাবেক ছাত্রনেতা জাহিদ মামুনের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক বখতিয়ার আহম্মেদ, সাংবাদিক চন্দন সাহা রায়, কবি অভিজিৎ দাশ প্রমুখ।


বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।