ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টুঙ্গিপাড়ায় ভুয়া মেজর গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০

গোপালগঞ্জ: টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার সংলগ্ন হেলিপ্যাড এলাকায় সন্দেহ জনক ঘুরাফেরা করার সময় একজন ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছে ডিজিএফআই।

গ্রেপ্তারকৃত ভুয়া মেজর নাজমুল হাসান ফুহাদ (৩১) বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।



টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. ছয়রুদ্দিন আহমেদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, সকালে নাজমুল সন্দেহজনকভাবে  হেলিপ্যাডের মধ্যে ঢুকে যায়। কর্তব্যরত পুলিশ বাঁশি দিলে তিনি নিজেকে ডিজিএফআই প্রধান শাখার মেজর পরিচয় দিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা তদারকী করছেন বলে জানান। তার আচরণে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্চ করা হয়। ডিজিএফআইর সদস্যরা ঢাকার প্রধান অফিসে খোঁজ নিয়ে নিশ্চিত হয় তিনি মিথ্যা পরিচয় দিয়েছেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।