ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাগ্নে শহিদ ফের রিমান্ডে

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০

ঢাকা: প্রথাবিরোধী বহুমাত্রিক লেখক ড. হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় ভাগ্নে শহিদকে ফের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এনিয়ে ভাগ্নে শহিদকে তিন দফায় ১২ দিনের রিমান্ডে নেওয়া হলো।


 
শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক একেএম এমদাদুল হক এ আদেশ দেন।
 
ঢাকার মুখ্য মহাগনর হাকিম আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) শেখ ফরিদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, এ মামলায় জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকেও ১২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
 
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান আনোয়ার আলম আরো সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

২০০৪ সালের ২৭ ফেব্র“য়ারি অমর একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে টিএসসির সামনে সন্ত্রাসী হামলার শিকার হন হুমায়ুন আজাদ। এ সময় তাকে চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে মারাতœক জখম করা হয়। ঘটনার পরদিন হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির রমনা থানায় এ মামলা দায়ের করেন। গুরুতর আহত ড. হুমায়ুন আজাদ ২২ দিন সিএমএইচ হাসপাতালে এবং ৪৮ দিন ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। ২০০৪ সালের ১২ আগস্ট ড. হুমায়ুন আজাদ জার্মানিতে মারা যান।


বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ