ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

‘মংলা ও চট্টগ্রাম বন্দরকে ভারত নেপাল ভুটান ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারবে’

ন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০
‘মংলা ও চট্টগ্রাম বন্দরকে ভারত নেপাল ভুটান ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারবে’

ঢাকা: আগামী দিনে মংলা এবং চট্টগ্রাম বন্দরকে ভারত, নেপাল ও ভুটান ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারবে। প্রতিবেশী দেশগুলোকে বন্দর ব্যবহার করতে দেওয়ার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব।



পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি শুক্রবার মংলা বন্দরের অবকাঠামো পরিদর্শনের সময় সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরো বলেন, ‘সমুদ্রে আমাদের অধিকার নিশ্চিত করার ব্যাপারে ভারত ও মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে।   প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া ছাড়াও এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এ ল্েয সরকার মংলা বন্দরের অবকাঠামো উন্নয়নে বিভিন্ন পদপে নিয়ে কাজ শুরু করেছে। ’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন অবহেলিত মংলা বন্দর বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কারণে আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ’

সকালে পররাষ্ট্র মন্ত্রী খুলনা থেকে মংলা যাওয়ার পথে নির্মাণাধীন খানজাহান আলী বিমানবন্দর এলাকা ও মংলা ইপিজেড পরিদর্শন করেন।


বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।