ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে ২ হিজবুত তাহরীর সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০

চট্টগ্রাম: মহানগরীতে শুক্রবার পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর এর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাদশা মিঞা রোডের সানাই কমিউনিটি সেন্টারের দেওয়ালে ভোরে পোস্টার লাগানোর সময় পাঁচলাইশ থানার টহল পুলিশ দল তাদের আটক করে।

এ সময় সংগঠনের আরও দুই সদস্য পালিয়ে যায়।

গ্রেপ্তার আনোয়ার পারভেজ শিকদার (২২) ও মোহাম্মদ হাবিবুল্লাহ ওরফে হাবিব ওরফে হাফিজ (২২) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

পুলিশ জানিয়েছে, হাবিবের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার থানার দেলুয়াকান্দি গ্রামে। তার বাবার নাম শামসুল ইসলাম। আনোয়ারের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া থানার হুগলাকান্দি গ্রামে। তার বাবার নাম গিয়াসউদ্দিন শিকদার।

হিযবুত তাহরীর এর দুই সদস্য আটকের সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি নবজ্যোতি খীসা বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।