ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে মহাসড়কের পাশে থাকা ২শতাধিক দোকান উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০

গাজীপুর: টঙ্গীব্রীজ থেকে গাজীপুরা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে শুক্রবার ২শতাধিক অস্থায়ী দোকান ও হকার উচ্ছেদ করেছে পুলিশ। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. সিদ্দিকুর রহমান ওই অভিযানে নেতৃত্ব দেন।



টঙ্গী থানার অফিসার ইনচার্জ(ওসি) তপন চন্দ্র সাহা বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ওই অভিযানে মহাসড়কের দু’ধারের দু’শতাধিক অস্থায়ী দোকান ও হকার উচ্ছেদ করা হয়েছে। এসব দোকানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার, স্টেশনরোড, কলেজ গেইট ও গাজীপুরা এলাকায় যানজট সৃষ্টি হতো।

বাংলাদেশ সময়: ১৫৪০ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।