bangla news

চুয়াডাঙ্গায় বিলের পানি দূষণে মরে গেছে প্রায় ১০ লাখ টাকার মাছ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-০৮-১২ ৭:৩৯:৫৮ পিএম

জেলার দামুড়হুদা উপজেলার দর্শনাসংলগ্ন সিংনগর বিলের পানি দূষণের ফলে মরে গেছে প্রায় ১০ লাখ টাকার মাছ। এতে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় আকন্দবাড়িয়া মৎস্য সমবায় সমিতির সদস্যরা।

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার দর্শনাসংলগ্ন সিংনগর বিলের পানি দূষণের ফলে মরে গেছে প্রায় ১০ লাখ টাকার মাছ। এতে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় আকন্দবাড়িয়া মৎস্য সমবায় সমিতির সদস্যরা।

জানা গেছে, সমিতির সদস্যরা বিল কর্তৃপক্ষকে প্রতি বছর ১ লাখ ৮২ হাজার ৮’শ টাকা দেওয়ার চুক্তিতে ৩ বছরের জন্য বিলটি ইজারা নেন। সমিতির ২২ জন সদস্য গত এপ্রিল মাসে বিলে ১৮ লাখ টাকার মাছের পোনা ছাড়েন। প্রতিটি পোনা বেড়ে এখন প্রায় দেড় কেজি ওজনের মাছ হয়েছে।

সমিতির সদস্যরা অভিযোগ করেন, পাট জাগ দেওয়াসহ বিভিন্ন কারণে বিলের পানি দূষিত হয়ে গেছে। অতিরিক্ত দূষণের ফলে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলের প্রায় ১০ লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে।

সমিতির সদস্যরা মরা মাছ ভেসে উঠতে দেখে জেলেদের দিয়ে জাল টেনে দেখেন মাছগুলো পচে গেছে। এ পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2010-08-12 19:39:58