ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হামলা-ভাংচুরের মামলায় সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০

সিরাজগঞ্জ: জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান ও তার চাচাতো ভাই হান্নানকে সন্ত্রাস, লুটপাট ও দোকান ভাংচুরের মামলায় শুক্রবার সকালে তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ এলাকা থেকে গ্রেফতার করেছে।

তাড়াশ থানা সূত্র জানায়, ব্যবসায়িক কোন্দলের জের ধরে আনিছ ও তার দলবল বৃহস্পতিবার বিকেলে তাড়াশ বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী আব্দুস সালামের (৩৫) দোকানে হামলা চালায়।

এসময় তারা রড দিয়ে পিটিয়ে সালামকে গুরুতর আহত করে নগদ ১ লাখ ৩০ হাজার টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।

আশংকাজনক অবস্থায় ছালামকে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তির পর শুক্রবার ভোরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ছালামের বড় ভাই বাহাদুর আলী বাদী হয়ে আনিছ ও তার চাচাতো ভাই হান্নানসহ ৮ জনের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা দায়ের করলে পুলিশ ২ জনকে প্রেপ্তার করে।

তাড়াশ থানার ওসি আতাউর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, গ্রেফতারকৃতদের আদালতে চালান করা হবে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad