ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদা না দেয়ায় ইবি ঠিকাদার গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০

কুষ্টিয়া: ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) সংলগ্ন শেখপাড়া বাজারে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে রাজু আহমেদ (৪৫) নামের এক ঠিকাদার গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

রাজু ঝিনাইদহ জেলার শেখপাড়া গ্রামের মাহাতাবের ছেলে বলে জানা গেছে।

কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘রাত ১০ দিকে তারাবির নামাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কে বা কারা রাজুকে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। ’

ঠিকাদারি বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে স্থানীয়রা।

পারিবারিক সূত্র জানায়, সম্প্রতি ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই কোটি টাকার কাজের টেন্ডার পায় রাজুর ঠিকাদারি প্রতিষ্ঠান সততা। এরপর থেকে শেখপাড়ার কয়েকজন সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে আসছিল।

চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাকে গুলি করেছে বলে সূত্র জানায়। তবে এখন পর্যন্ত কোনও মামলা করা হয়নি বলে জানান রাজুর চাচাতো ভাই আসাদুজ্জামান মাখন।

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম আহত রাজুকে দেখতে বৃহস্পতিবার রাতে হাসপাতালে গিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।