ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুর্শিদাবাদে চার শ’ বছরের ঐতিহাসিক নিদর্শন চুরি

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০

কলকাতা: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারি সংগ্রহশালা থেকে চুরি হয়ে গেছে চার শ’ বছরেরও বেশি পুরনো ঐতিহাসিক ৩টি নবাবী আলম পাঞ্জা ও বেশ কয়েকটি প্রাচীন ধর্মীয় গ্রন্থ।

প্রশাসনিক সূত্রে বৃহস্পতিবার বিকেলে চুরির ঘটনা স্বীকার করে জানানো হয়, বুধবার রাতে জার্মান সিলভারের তৈরি তিনটি নবাবী আলম পাঞ্জা ও কয়েকটি মূল্যবান গ্রন্থ খোয়া গেছে।

ওগুলো চার শ’ বছরেরও বেশি সময়ের পুরনো।

জানা গেছে, মূল্যবান নিদর্শনগুলি চুরি যাওয়াতে সংগ্রহশালা কর্তৃপক্ষ বিপাকে পড়েছেন। যে কক্ষে ওগুলো রাখ ছিল সেখানে জনসাধারণের প্রবেশাধিকার নেই।

এ ব্যাপারে হাজারদুয়ারি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

চুরির ঘটনায় সংগ্রহশালার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কলকাতা থেকে ভারত সরকারের প্রতœতাত্ত্বিক বিভাগের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।