ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নরসিংদী আলীজান জুট মিলের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, জুন ১৭, ২০১০

নরসিংদী: নরসিংদীর আলীজান জুট মিলে বুধবার মধ্যরাতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও পরে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জন পুলিশ সদস্য রয়েছেন।



পরে বিক্ষুব্ধ শ্রমিকরা মিলের ব্যবস্থাপনা পরিচালকের বাংলো ও কর্মকর্তাদের কলোনীতে হামলা চালান। এসময় তারা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। বিক্ষুদ্ধ শ্রমিকরা কর্মকর্তাদের মারধর করে বাড়ির জিনিষপত্র লুটপাট করে বলেও অভিযোগ করা হয়েছে।

রাত সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এতে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বৃহস্পতিবার রাত তিনটায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘শ্রমিকরা দফায় দফায় হামলা চালিয়ে ভাংচুর চালিয়েছে। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। এরমধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন। আহত ১৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকরা মিলের ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলাম পাটোয়ারীর বাংলোতে ব্যাপক ভাংচুর করেছেন। ’

এর আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা নরসিংদীর আলীজান জুট মিলে ব্যাপক ভাংচুর চালায়। বিক্ষুব্ধ শ্রমিকদের প্রহারে মিলের আটজন কর্মকর্তা কর্মচারী আহত হন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ভাংচুর ও প্রহারের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বকেয়া বেতন পরিশোদের দাবিতে আলীজান জুট মিলের কয়েকশ’ শ্রমিক প্রধান ফটকে বিক্ষোভ করতে থাকেন। এসময় কিছু বিক্ষুব্ধ শ্রমিক মিলের প্রতিটি কক্ষের জানালা, দরজা ও আসবাবপত্র ভাংচুর করেন। শ্রমিকরা মিলের ব্যবস্থাপনা পরিচালকের গাড়িতে আগুন ধরিয়ে দেন। এসময় মিলের কর্মকর্তা-কর্মচারীরা এগয়ে এলে শ্রমিকরা তাদের প্রহার করেন। শ্রমিকদের প্রহারে আটজন কর্মকর্তা-কর্মচাররী আহত হন।

সাড়ে ১০টার কিছু পরে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এলে শ্রমিকরা তাদের বাধা দেন। তারা প্রধান ফটক তালাবদ্ধ করে দমকল বাহিনীর কর্মীদের উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করেন। আত্মরক্ষার্থে দমকল বাহিনীর সদস্যরা নিরাপদ দূরত্বে চলে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দেয়। পরে পুলিশের সহযোগিতায় দমকল বাহিনীর সদস্যরা মিলের ভিতরে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নরসিংদী দমকল বাহিনীর উপ-পরিচালক মো. শহিদুর রহমান বুধবার রাত সোয়া দুইটায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, প্রায় পৌণে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পরে আলীজান জুট মিল ও তার আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১৫৭ ঘণ্টা, জুন ১৭, ২০১০
প্রতিনিধি/এসআরআর/বিকে/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।