ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

জয়পুরহাট: পাঁচবিবি সীমান্ত এলাকায় ট্রাকসহ আনুমানিক দেড় কোটি টাকার ভারতীয় শাড়ির একটি চালান আটক করেছে বিডিআর। মূল্যবান ভারতীয় শাড়িগুলো ঢাকার অভিজাত মার্কেটের দোকানগুলোতে সরবরাহের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করছেন বিডিআর কর্তৃপ।



বৃহস্পতিবার ভোর রাতে ৩ রাইফেল বিডিআর ট্রাকসহ শাড়িগুলো উদ্ধার করে।

বিডিআরের ইন্ট অফিসার মেজর জাকির হোসেন জানান, গোপন সূত্রের ভিত্তিতে জয়পুরহাটের নেতৃত্বে একদল বিডিআর জওয়ান জেলার সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের নাকরগাছি এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে ঢাকা-মেট্রো- ট-১১৪৮৫৬ ট্রাক আটক করে ৪ হাজার পিস বিভিন্ন ব্র্যান্ডের মূল্যবান ভারতীয় শাড়ি আটক করে। ট্রাকটি জয়পুরহাট-হিলি সীমান্তের দিক থেকে জয়পুরহাটের দিকে আসছিল। ট্রাকসহ আটক শাড়ির আনুমানিক মূল্য ধরা হয়েছে এক কোটি ৫৬ লাখ টাকা।

এ ব্যাপারে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।