bangla news

মীর কাসেমের সঙ্গে দেখা করতে যাচ্ছে তার পরিবারের সদস্যরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৮-৩১ ১:৪৩:০০ এএম

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী ‍অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার পরিবারের সদস্যরা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার সকাল সোয়া ১১টার দিকে ঢাকা থেকে কাসেম আলীর পরিবারের কয়েকজন সদস্য কাসিমপুরের উদ্দেশ্যে রওয়ানা হন।

ঢাকা: মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী ‍অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার পরিবারের সদস্যরা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার সকাল সোয়া ১১টার দিকে ঢাকা থেকে কাসেম আলীর পরিবারের কয়েকজন সদস্য কাসিমপুরের উদ্দেশ্যে রওয়ানা হন।

তবে কারা কর্তৃপক্ষের আহবানে নাকি তারা নিজে থেকেই সেখানে যাচ্ছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

স্বাধীনতা বিরোধী জামায়াতের অর্থের অন্যতম যোগানদাতা মীর কাসেম আলী এখন গাজীপুরের কাসিমপুর কারাগারের কনডেম সেলে বন্দি আছেন। বর্তমানে তার ফাঁসি কার্যকরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
জেডএম/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2016-08-31 01:43:00