ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ নিহত-২, আহত-৩০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

মাদারীপুর: মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।



বৃহস্পতিবার বিকেল সাড়ে তিন টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, ‘মাদারীপুর থেকে ঢাকাগামী চন্দ্রা পরিবহন (ঢাকা মেট্রো-১০৭৯) টেকেরহাট পল্লী বিদ্যুত অফিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসের সুপারভাইজার শাহ আলম (৪০) ও সোহান (৬) নামের এক শিশু ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় অতিরিক্ত জেলা দায়রা জজ হাবিবুর রহমান, ডা. পিযুষ, রাবেয়া আক্তার, শওকত মোল্লা, হাসিনা বেগম, আব্বাস, ইয়াকুব, আয়শাসহ কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় ইয়াকুব ও আব্বাসকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।