ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

মহানগর গোয়েন্দা পুলিশের ডেপুটি কমিশনারকে সমন

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪১, আগস্ট ১২, ২০১০

ঢাকা: সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্য প্রদানের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডেপুটি কমিশনার মো. মনিরুল ইসলামের নামে সমন জারি করেছেন আদালত।

ঢাকা কোর্ট রিপোর্টার অ্যাসোসিয়েশন সভাপতি চৈতন্য চন্দ্র হালদার বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করলে বিচারক মেহেদী হাসান তালুকদার সমন জারি করেন।



সমনে মনিরুল ইসলামকে আগামী ৩০ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাদির অভিযোগ, জুরাইনে দুই সন্তানসহ মায়ের আত্মহনণে প্ররোচনা মামলায় বুধবার সাংবাদিক সম্মেলনে ডেপুটি কমিশনার জানান, ওই দিনই (বুধবার) আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। প্রকৃতপক্ষে, মামলার তদন্ত কর্মকর্তা শেখ মাহবুবুর রহমান বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

প্রসঙ্গত, অ্যাসোসিয়েশনের ১২ সাংবাদিককে এ মামলার সাক্ষি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।