ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০

আশুগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

আশুগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামোড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

সরাইল বিশ্বরোড পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সারোয়ার আলম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, সকাল ১১ টার দিকে সরাইল উপজেলার বৈশামোড়ায় ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের চালক আসলাম মিয়া (৩৮) ও অজ্ঞাত পরিচয় এক যাত্রী (৩০) মারা যান।



তিনি জানান, হতাহতদের সবাই বাসযাত্রী। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

গুরুতর আহতদের খলিল মিয়া (২৫) ও আমিরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০
প্রতিনিধি/একে








বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।