ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আন্তর্জাতিক কপিরাইট আইনের স্থগিতাদেশ বহাল রাখার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

ঢাকা: দেশে অডিও ভিডিও ব্যবসা রক্ষায় আন্তর্জাতিক কপিরাইট আইনের প্রয়োগ বিষয়ে সরকারি স্থগিতাদেশ বলবৎ রাখার আহ্বান জানিয়েছে অডিও ভিডিও ব্যবসায়ীরা। সেইসঙ্গে পাইরেসি বন্ধের নামে ব্যবসায়ীদের হয়রানি বন্ধেও আহ্বান জানান তারা।



বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অডিও-ভিডিও দোকান মালিক সমিতির নেতারা এ দাবি জানান।

লিখিত বক্তব্যে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আশেক মাহমুদ শাহীন জানান, ২০০৮ সালের ১ জুলাই সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে বাণিজ্য সংক্রান্ত মেধাস্বত্ব অধিকার (ট্রিপস্) চুক্তির আওতায় আন্তজার্তিক কপিরাইটের প্রয়োগ ২০১৩ সালের ১ জুলাই পর্যন্ত স্থগিত করে। কারণ আন্তর্জাতিক সম্প্রদায় স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে এর বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল তখন।

তিনি বলেন, ‘দেশের অডিও-ভিডিও ব্যবসার প্রায় ৯০ ভাগ বিদেশি চলচ্চিত্রের ওপর নির্ভরশীল। তাই উল্লেখিত সময়সীমার আগে এ ব্যবসায় আন্তর্জাতিক কপিরাইটের প্রয়োগ দেশব্যাপী প্রায় পাঁচ লাখব্যবসায়ীকে বেকার করে দেবে। ’  

নেতারা আরও অভিযোগ করেন, একটি মহল প্রশাসনকে ভুল বুঝিয়ে চুক্তি ভঙ্গ করে পাইরেসি বন্ধের নামে অভিযান চালাচ্ছে। হয়রানি করছে ব্যবসায়ীদের। এ ধরনের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ১২ আগস্ট, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।