ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে তিন কোটি টাকার ভারতীয় কাপড় আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

ঢাকা: রাজধানীর বনানী স্টেশন থেকে বুধবার সন্ধ্যায় ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে আসা প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় আটক করেছে র‌্যাব ১-এর একটি দল।

র‌্যাব ১-এর সহকারী পরিচালক ইলতুৎ মিশ এবং জহিরুল ইসলামের যৌথ নেতৃত্বে পরিচালিত অভিযানে মালামাল নিতে আসা নয়টি মাইক্রোবাস, একটি ট্যাক্সি ক্যাব আটক এবং কাপড় ব্যবসায়ী ও দালালসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।



র‌্যাব কর্মকর্তা ইলতুৎ মিশ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘কলকাতা থেকে এসে স্টেশনে থামার পর ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় নামানো হয়। ’

স্টেশনে আগে থেকেই নয়টি মাইক্রোবাস ও একটি ট্যাক্সি ক্যাব কাপড়গুলো নেওয়ার জন্য অপেক্ষা করছিল বলে তিনি জানান।

ইলতুৎমিশ বলেন, ‘ট্রেন থেকে নামানো কাপড় মাইক্রোবাসে উঠানোর সময় র‌্যাব সদস্যরা সেগুলো আটক করে। ’

এ সময় কাপড়গুলোর মালিকানা সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখতে চাইলে ব্যবসায়ীরা তা দেখাতে পারেননি বলে দাবি করেন র‌্যাব কর্মকর্তারা।

কাপড়গুলো মধ্যে ছিল বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি পিস ও ছোটদের জন্য তৈরী পোশাক।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad