ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধ জবাই: স্ত্রী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৮, আগস্ট ১২, ২০১০

চাঁপাইনবাবগঞ্জ: জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজীপাড়া থেকে বুধবার সন্ধ্যায় পুলিশ গোলাপ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের জবাই করা লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিহতের দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগমকে(৪৫)।



পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, প্রতিবেশীরা বুধবার বিকেল ৪টার দিকে গোলাপ হোসেনের ঘরে তার জবাই করা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ঘটনাস্থল থেকে নিহতের দ্বিতীয় স্ত্রী মমতাজকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহার করা রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়েছে।

বাংলদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ