ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সবচেয়ে বেশি পাশ মাদরাসা বোর্ডে

সাইদ আরমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১

ঢাকা: ২০১১ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে বেশি পাশের হার মাদরাসা বোর্ডের অধীনে অংশ নেওয়া আলিম পরীক্ষায়। মাদ্রাসা বোর্ডের অধীন ২০১১সালে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ৫৭ শতাংশ।

পাশের হার আগের বছরের চেয়ে তিন শতাংশ বেশি। গত বছর মাদরাসা বোর্ডে পাশের হার ছিলো ৮৬ দশমিক ৫৫ শতাংশ। আর এবছর মাদরাসা থেকে জিপিএ-৫ পেয়েছে মোট ৪ হাজার ২৭৬ জন শিক্ষার্থী।

বুধবার সারা দেশে একযুগে এই পরীক্ষার ফল প্রকাশিত হয়।

এবছর মোট পরীক্ষার্থী ছিলো ৭৭ হাজার ২১৫ জন। তবে পরীক্ষায় অংশ নেয় ৭৬ হাজার ১৫ জন। এর মধ্যে পাশ করেছে ৬৮ হাজার ৮৬ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৪৫ হাজার ১১৭ জন এবং ছাত্রী ৩২ হাজার ৯৮ জন।

মাদরাসা বোর্ডে ছেলেদের পাশের হার ৮৯ দশমিক ৭৩ এবং মেয়েদের ৮৯ দশমিক ৩৪ শতাংশ।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ৯৯১ জন ছেলে। আর মেয়ে হচ্ছে ১২শ ৮৫ জন।

এছাড়া ১৬ হাজার ৯৩৫ জন পেয়েছে জিপিএ- ৪ থেকে ৫ এর নিচে, জিপিএ ৩.৫ পেয়েছে ১৫ হাজার ২৮ জন, ১৩ হাজার ২৬৪ জন জিপিএ ৩ পেয়েছে।

জিপিএ-২ থেকে তিন পেয়েছে ১৬ হাজার ৫৪ জন। জিপিএ ১ থেকে দুই এর নিচে পেয়েছে ২ হাজার ৫২৯ জন।

সেরা ২০: মাদরাসা বোর্ডে সেরা ২০এর তালিকায় যেসব মাদরাসা জায়গা করে নিয়েছে সেগুলো হলো, ঢাকার ডেমরার তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, ঝালকাঠি সদরের ঝালকাঠি এন এস কামিল মাদরাসা, গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, (টঙ্গী শাখা), ঢাকার ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা, পিরোজপুর নেসারাবাদের শর্ষিনা দারুস্সুন্নাত কামিল মাদরাসা, চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, ঢাকার ডেমরার তামিরুল মিল্লাত কামিল মাদরাসা (মহিলা শাখা), নরসিংদী সদরের জামেয়া-ই-কাশেমিয়া কামিল মাদরাসা, ফেনী সদরের আল জামিয়াতুল ফালিহিয়া কামিল মাদরাসা, ঢাকার মোহাম্মদপুরের কাদেরিয়া তাইয়্যেবিয়া কামিল মাদরাসা, নওগাঁ সদরের নামাজগড় গাউসুল আজম কামিল মাদরাসা, কুমিল্লার লাঙ্গলকোটের ডিএসএন ফাজিল মাদরাসা, লক্ষীপুরের টুমচর এসই ফাজিল মাদরাসা, পাবনা সদরের পাবনা ইসলামিয়া আলিম মাদরাসা, চট্টগ্রামের লোহাগড়ার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদরাসা, নওগাঁ সদরের হজরত খাদিজা (রা.) মহিলা ফাজিল মাদরাসা, রংপুর সদরের ধাপ সাতগড়া বায়তুল মুকাররাম কামিল মাদরাসা, চট্টগ্রামের  চান্দগাঁও এলাকার মাজিদিয়া ইসলামিয়া আলিম মাদরাসা ও ঢাকার নয়াটোলা এ ইউ এন কামিল মাদরাসা।


বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ২৭ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।