ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় বিদ্যুতের দাবিতে সড়ক আবরোধ ও অফিস ঘেরাও

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০
চুয়াডাঙ্গায় বিদ্যুতের দাবিতে সড়ক আবরোধ ও অফিস ঘেরাও

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ এবং বিদ্যুত অফিস ঘেরাও করে শিল্প ও বণিক সমিতি।

বুধবার সকাল ১০টায় স্থানীয় বাস টার্মিনালের সামনে  চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়ক ৩০ মিনিটের জন্য অবরোধ করে রাখা হয়।

এ সময় রাস্তায় সৃষ্টি হয় ব্যাপক যানজট।

পরে বিদ্যুত অফিস ঘেরাও করে রাখা হলে পুলিশ এসে আন্দোলকারীদের সরিয়ে দেয়। শেষে বিদ্যুতের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সমিতির নেতারা।

সড়ক আবরোধের সময় বক্তব্য রাখেন শিল্প ও বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান লাভলু, গোলাম মোতুর্জা, হাসু, টোকন, আজিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।