ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিদেশি প্রেসক্রিপশন নিয়ে বনায়ন নয়: মতিয়া চৌধুরী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০
বিদেশি প্রেসক্রিপশন নিয়ে বনায়ন নয়: মতিয়া চৌধুরী

ঢাকা: বনায়নের ক্ষেত্রে বিদেশি প্রেসক্রিপশনের পরিবর্তে নিজেদের চিন্তা-চেতনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বুধবার বনায়ন বিষয়ক একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘আমরা বিদেশি প্রেসক্রিপশন নিয়ে নিজেদের ধ্বংস করেছি।

শুধু অনুদান পাওয়ার আশায় আমাদের পরিবেশের সঙ্গে খাপ খায় না, এমন সব গাছ লাগিয়েছি বছরের পর বছর। এখন আর এসব ভুল না করে নিজেদের পরিবেশ পরিস্থিতির কথা বিবেচনা করে বৃক্ষরোপণ করতে হবে। ’

রাজধানীর সিরডাপ মিলনায়তনে  ব্র্যাক ও বিশ্ব কৃষি বনায়ন কেন্দ্র যৌথভাবে ‘বাংলাদেশে কৃষি বনায়ন উন্নয়ন: অগ্রগতি, চ্যালেঞ্জ ও সমস্যা’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করে।

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের ভালো মন্দ আমাদেরকেই বিচার করতে হবে। কারো প্রেসক্রিপশন মেনে চললে হবে না। দেশ যদি স্বাধীন করতে পারি অবশ্যই সিদ্ধান্তও নিতে পারব। ’

তিনি আরও বলেন, ‘সব রাস্তার জায়গা এনজিওগুলোকে ইজারা দেওয়া হয়েছে। এগুলো জনগণের থাকা উচিত। জনগণকে বাদ দিয়ে শুধু এনজিও কাজ করবে, তা হবে না। ’

মন্ত্রী অল্প জায়গায় বহুবিধ ব্যবহার উপযোগী গাছ লাগাতে এনজিওগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যে দেশে কৃষি জমি রক্ষাই কঠিন এবং ঘনবসতিপূর্ণ সে দেশে এসব বিবেচনায় নিয়েই প্রকল্প হাতে নিতে হবে। ’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহাবুবুর রহমান, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শামসুদ্দিন আহমেদ, ইনোভেশন ইন গ্লোবাল ফরেস্ট্রি’র মহাপরিচালক ডেনিস গ্যারিটি প্রমুখ বক্তৃতা করেন।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ১১ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।