ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মোড়েলগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্রের কারখানা: ৫ টি পাইপগানসহ আটক ২

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০
মোড়েলগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্রের কারখানা: ৫ টি পাইপগানসহ আটক ২

বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জে আগ্নেয়াস্ত্র তৈরির অবৈধ একটি কারখানা থেকে পুলিশ বুধবার ভোরে ৫ টি পাইপগান ও অস্ত্রতৈরির সরঞ্জামসহ দুই কারিগরকে আটক করেছে।  

বাগেরহাটের পুলিশ সুুপার খোন্দকার রফিকুল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে মোড়েলগঞ্জ থানা পুলিশ উপজেলার উত্তর বারুইখালী গ্রামের নয়ন তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির অবৈধ কারখানার সন্ধান পায়।

এসময় ৫টি পাইপগান ও অস্ত্রতৈরির বেশকিছু সরঞ্জামসহ খান জাকির হোসেন (৩৫) ও হাকিম সেখ ৬০) নামে দু’জনকে আটক করা গেলেও বাড়ির মালিকসহ অপর ৫ কারিগর পালিয়ে যায়।

আটকৃতদের মধ্যে খান জাকির হোসেনের বাড়ি খুলনা জেলার রুপসা উপজেলার দোয়ারা গ্রামে এবং হাকিম সেখের বাড়ি একই জেলার বৈটিয়াঘাটা উপজেলার হাতিরাবাদ গ্রামে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।