ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফতুল্লায় মেঘনা পেট্রোলিয়ামের ডিপোতে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু, অসুস্থ ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০
ফতুল্লায় মেঘনা পেট্রোলিয়ামের ডিপোতে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু, অসুস্থ ২

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি এলাকায় মঙ্গলবার রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন মেঘনা পেট্রোলিয়ামের ডিপোতে জাহাজ থেকে তেল নামানোর সময়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরো ২ জন।



দুর্ঘটনার দুই ঘন্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করে। আহতদের শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার রিয়াজুল কবির বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, চট্রগ্রাম থেকে জ্বালানি তেল নিয়ে মদিনা-২ নামে একটি ট্যাঙ্কার ফতুল্লার পঞ্চবটি এলাকায় মেঘনা পেট্রোলিয়ামের ডিপোতে পৌঁছে মঙ্গলবার রাত রাত ৭টা ৪৫ মিনিটে। এসময় ডিপোতে তেল নামানোর আগে ট্যাঙ্কারের পাইপ বদলানোর কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ইয়াসিন(৪৫) ও হেলাল(৩৪) নামের দুই শ্রমিক। এক পর্যায়ে তাদের মৃত্যু হয়। তাদের উদ্ধার করতে গিয়ে আরো দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

ডিপোতে কর্মরতদের ধারণা ট্যাঙ্কের ভেতর জমে থাকা বিষাক্ত গ্যাসে ওই দু’শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা বলেন, ‘দুর্ঘটনার পর পরই নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ও ঢাকার পোস্তগোলা ফায়ার সার্ভিসকে  জানানো হলে তারা জানায়, বিষাক্ত গ্যাস আক্রান্তদের উদ্ধার কাজের প্রয়োজনীয় যন্ত্রপাতি তাদের নেই। ’ শেষ পর্যন্ত রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ফায়ার সার্ভিস হেড কোর্য়াটারের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে  লাশ  উদ্ধার করে। রাত পৌনে ১২টা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।
 
এ ব্যাপারে ফতুল্লা থানার ওসি জীবন কান্তি সরকার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ঘটনাস্থল ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকার আওতায় বলে সীমানা জটিলতার কারণে মামলা দায়েরে বিলম্ব হচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময় : ০৯১৫ ঘণ্টা , আগস্ট ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।