ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রমজানে সিলেটে নিরাপত্তা জোরদার, নামছে ছদ্মবেশী নারী পুলিশ

তাহজিব হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০
রমজানে সিলেটে নিরাপত্তা জোরদার, নামছে ছদ্মবেশী নারী পুলিশ

সিলেট: রমজানে সিলেট নগরের নিরাপত্তা নিশ্চিত ও জোরদার করার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ ও র‌্যাব। নগরীতে নিয়মিত পুলিশের পাশাপাশি থাকছে সাদা পোষাকের পুলিশ ও ছদ্মবেশী নারী পুলিশ।

এছাড়াও বাড়ানো হচ্ছে র‌্যাব ও পুলিশের টহল।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আফতাব উদ্দিন আহমেদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, রমজানকে সামনে রেখে এরই মধ্যে পুলিশের কয়েকটি বিশেষ মোবাইল টিম গঠন করা হয়েছে। মার্কেটগুলোতে নিয়মিত পোষাকের পুলিশসহ সাদা পোষাকের পুলিশ সতর্ক অবস্থা থাকবে। সারারাত ধরে নগরীতে টহল দেবে পুলিশ।

এছাড়াও রমজানের শুরু থেকেই ব্যাংকগুলো গোয়েন্দা নজরদারীর আওতায় আনা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পুলিশ কমিশনার বলেন, ‘সাদা পোষাকের নারী পুলিশ নগরীর বিভিন্ন মার্কেটে দুর্বৃত্তদের ধরতে কাজ করবেন। তারা ক্রেতা-বিক্রেতা থেকে শুরু করে ভিক্ষাবৃত্তিসহ বিভিন্ন পেশায় নিয়োজিতদের ছাড়াও চিহ্নিত সন্ত্রাসী ও  অপরাধীদের গতিবিধি নজর রাখবেন। ’

তিনি আরও জানান, ‘ঈদ উপলক্ষে অনেক প্রবাসী আত্মিয়স্বজনদের সঙ্গে ঈদের আন্দন ভাগ করে নিতে সিলেট আসেন। এ সময় যেন তারা কোন সমস্যা না পড়েন সে জন্যও বিশেষ ব্যবস্থা নেয়া হবে। ’

সিলেট র‌্যাব সদর দপ্তরের উয়িং কমান্ডার অনক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রসঙ্গে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘ব্যাংক ও বিপণি বিতানগুলোতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধির করার পশাপাশি নিয়মিত টহলও বৃদ্ধি করা হয়েছে। এছাড়া তারাবির নামাজের সময় শহরে টহল দেবেন র‌্যাব সদস্যরা। ’

বাংলাদেশ সময় ১৯৪৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।