ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিইপিজেডে গ্রামীণ নিটওয়্যারে শ্রমিক বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১১

ঢাকা: ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) অবস্থিত নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছে। দাবি আদায়ে মঙ্গলবার সকাল থেকেই কাজ বন্ধ রেখে কারখানার বাইরে তারা আন্দোলন করছে।



শ্রমিক বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ বাংলানিউজকে জানান, পরিস্থিতি খুবেই উত্তজনাকর হয়ে উঠেছে। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সম্প্রসারিত অংশে অবস্থিত গ্রামীণ নিটওয়্যার পোশাক কারখানার শ্রমিকরা সোমবার আন্দোলনে নামে। এ ঘটনায় শ্রমিক নেতা রফিককে চাকরিচ্যুত করে মালিক পক্ষ।

মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে রফিকের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে উঠে শ্রমিকরা।

আগের দাবির পাশাপাশি রফিকের পুনর্বহালের দাবিতে কাজ বন্ধ করে দিয়ে কারখানা থেকে বেরিয়ে আসে তারা।

এ সময় শ্রমিকরা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

তারা জানায়, ড. ইউনূসকে ঘটনাস্থলে এসে দাবি না মেনে নিলে আন্দোলন অব্যহত থাকবে।

একাধিক শ্রমিক বাংলানিউজকে জানান- দুপুরের খাবার, যাতায়াত ও হাজিরা বোনাস কম দিয়ে কারখানা কর্তৃপক্ষ অনেকদিন থেকেই তাদের বঞ্চিত করে আসছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর তুলনায় গড়ে ৫ থেকে ৭শ টাকা কমও দেওয়া হয় বলে জানান তারা।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা মীর নুরামিন বাংলানিউজকে জানান, শ্রমিকদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিদ্ধান্ত আসার পর ব্যবস্থা নেওয়া হবে।

শিল্প পুলিশের আশুলিয়া জোনের উপ পরিচালক ফয়জুল কবির বাংলানিউজকে জানান, শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষিতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

প্রসঙ্গত, গ্রামীণ নিটওয়্যার পোশাক কারখানায় ৩ হাজার শ্রমিক কাজ করে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১১

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad