ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছাত্রহত্যার ঘটনা তদন্ত করে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১১
ছাত্রহত্যার ঘটনা তদন্ত করে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: সাভারের আমিনবাজারে গত সোমবারের ছয় ছাত্র নিহত হওয়ার ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

মঙ্গলবার রূপসী বাংলা হোটেলে তিন দিনব্যাপী পুলিশ সংস্কার কর্মসূচির আওতায় এক অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।



তিনি বলেন, ‘মানুষ নিজের হাতে আইন তুলে নিক, এটি বর্তমান সরকার কোনওভাবেই সমর্থন করে না। ’

সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে জানিয়ে তিনি আরও বলেন, ‘ঘটনাটি কেন ঘটেছে সে ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’

পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার সাংবাদিকদের বলেন, ‘আমিনবাজার একটি অপরাধপ্রবণ এলাকা। এখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝেই শিথিল হয়ে পড়ে। ’

তবে তদন্তের মাধ্যমে ঘটনার সঠিক তথ্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।

ওই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তখনকার পরিস্থিতি সম্পর্কে পুলিশ এখনও স্পষ্ট নয়। ’

এ সময় তিনি বিষয়টিকে দুঃখজনক, অনভিপ্রেত ও আইনবহির্ভূত বলে উল্লেখ করেন।

গতকাল সোমবার ভোর রাতে আমিনবাজারের বড়দেশী এলাকার কেবলার চরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ছয় ছাত্র নিহত হন। আহত হন আরও এক ছাত্র।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।