ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চুনারুঘাটে চা শ্রমিকদের ধর্মঘট

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১১
চুনারুঘাটে চা শ্রমিকদের ধর্মঘট

হবিগঞ্জ: ধর্ষণের চেষ্টার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ‘পারকুল’ চা বাগানের ব্যবস্থাপকের অপসারণ ও বিচার দাবিতে মঙ্গলবার ধর্মঘটের ডাক দিয়েছেন চা শ্রমিকরা।

ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন এক নারী শ্রমিককে ধর্ষণের চেষ্টা করেছেন বলে শ্রমিকরা অভিযোগ করেন।



নিপীড়নের শিকার ওই নারী চা শ্রমিকের ভাই আবুল কালাম বাংলানিউজকে জানান, গত ১৪ জুলাই বাগানের বাংলোতে কাজ করার সময় ব্যবস্থাপক সাজ্জাদ তার বোনের শ্লীলতাহানির চেষ্টা করেন।

এ ব্যাপারে বিচার চেয়ে না পাওয়ায় শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছে। ম্যানেজার সাজ্জাদ হোসেনের অপসারণ না হওয়া পর্যন্ত শ্রমিকরা কাজে যোগ দেবে না বলেও জানিয়েছেন বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি শংকর ব্যানার্জি।

তবে শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেছেন বাগানের ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন।

তিনি বাংলানিউজকে বলেন, `দেড় বছর আগে বাগানে যোগ দিই। এরপর থেকেই বাগানের গাছ চুরি, মাছ চুরি ও চা চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে পদক্ষেপ নিই। এতে বাগানের একটি কুচক্রী মহলের স্বার্থে আঘাত লাগে। এরপর থেকে তারা আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। `

এরই অংশ হিসেবে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনা সাজিয়েছে বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।