ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অনিয়ম রুখতে এমসি কলেজ শিক্ষার্থীদের আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১

সিলেট: ছাত্রাবাস নিয়ে নান অনিয়মের অভিযোগে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে সিলেটের এমসি কলেজের শিক্ষার্থীরা। সোমবার বিকেলে ছাত্রাবাসের ভেতর শিক্ষার্থীরা এ আন্দোলন কর্মসূচি পালন করে।



শিক্ষার্থীরা বলছেন, ‘ছাত্রাবাসের ভেতরে গড়ে উঠা অবৈধ পল্লী, বহিরাগতদের অবাধ প্রবেশ,  জরাজীর্ণ ভবনের সংস্কার, চরম নিরাপত্তাহীনতা, চুরি এবং ছিনতাইয়ের ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলায় এ আন্দোলনের ডাকা দিয়েছেন তারা। ’

এ বিষয়ে  ছাত্রাবাসের সুপার এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন জানিয়েছেন, ‘সমস্যাগুলো কলেজ অধ্যক্ষকে অবহিত করা হয়েছিল। সমাধান না পাওয়ায় ছাত্ররা আন্দোলন করছে। ’

জানা যায়, কলেজ কর্তৃপক্ষ কলেজের কর্মচারীদের থাকার একটি নির্দিষ্ট জায়গা দিয়েছিল ছাত্রাবাসের পূর্বপাশের টিলা সংলগ্ন এলাকায়। কিন্তু শিক্ষার্থীদের দাবী, কলেজের কর্মচারী অজুহাতে ছাত্রাবাসের জায়গার দখল নিচ্ছে একটি চক্র। এরা ছাত্রাবসের অবৈধ গ্যাস সংযোগও ব্যবহার করছে বলে আবাসিক ছাত্ররা জানিয়েছেন।

এমসি কলেজ অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার এ বিষয়ে বাংলানিউজকে জানান, ‘ছাত্রদের দাবীর পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে একাডেমিক কাউন্সিল মিটিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২০৪৭ঘণ্টা, জুলাই ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।