ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীর কদমতলীতে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

ঢাকা: কদমতলী থানার শ্যামপুর এলাকায় মঙ্গলবার সকালে ট্রাক থেকে লোহার প্লেট নামানোর সময় হুক ছিঁড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতের নাম ইসমাইল হোসেন (২৫)।

তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার টগারচর গ্রামের ফজর মণ্ডলের ছেলে।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে ট্রাক থেকে লোহার ভারি প্লেট নামানোর সময় হুক ছিঁড়ে তার মাথায় লাগে। লোহার হুক কপাল দিয়ে ঢুকে মাথার পিছন দিয়ে বের হলে ঘটনাস্থলেই তার মুত্যু হয়।

ময়না তদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে লাশ পাঠানো হয়েছে।

এ ঘটনায় কদমতলী থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, ইসমাইল গত এক মাস ধরে ডায়মন্ড স্টিল নামে এক কোম্পানিতে কাজ করছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।